
স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক পেল ভারত। এই পদকও এল শ্যুটিংয়ে। প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ৫০ মিটার রাইফেল থ্রি পি ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন স্বপ্নিল কুশালে। ৪৫১.৪ স্কোর করে পদক জিতলেন স্বপ্নিল। এই ইভেন্টে সোনা জিতলেন চিনের ইউকুন লিউ এবং রুপো জিতলেন ইউক্রেনের সেরহি কালিশ। প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত শ্যুটিংয়ে তিনটি পদকই ব্রোঞ্জ। এরপর সোনা ও রুপো এলে পদক তালিকায় উপরের দিকে উঠতে পারবে ভারত। এই গেমসে এখনও ১০ দিন বাকি। বৃহস্পতিবার শুরু হল ট্র্যাক অ্যান্ড ফিল্ড। ফলে ভারতের পদক সংখ্যা বৃদ্ধির আশা উজ্জ্বল।