
স্পোর্টস ডেস্ক :হয়ে গেলো বিদ্যার্থী তে জাতীয় দিবাঙ্গ টি২০ ফৌজি কাপ। ওয়েস্ট বেঙ্গল ডিভায়ং ক্রিকেট এসোসিয়েশন ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়লাভ করে। তৃতীয় ম্যাচটি ভেস্তে যায়। প্রথম ম্যাচে ওয়েস্ট বেঙ্গল ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান করে জবাবে ঝাড়খন্ড ৭০ রানে অল আউট হয়ে যায়। সুকুমার ৪২ বলে ১৪৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন। দ্বিতীয় ম্যাচেঝাড়খন্ড ১৫ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে। আর ওয়েস্ট বেঙ্গল ১২ ওভারে ৪ বলে ৫ উইকেটে ১৬১ রান তোলে। মহেশ সাউ ম্যাচের সেরা হন। সিরিজ সেরা হন সুকুমার মাহাতো সেরা ব্যাটার হন সুকুমার মাহাতো সেরা বোলার মনীশ কুমার সিং সেরা ফিল্ডার শোয়েব আনসারি।