
স্পোর্টস ডেস্ক :খুশির খবর ভারতীয় টেবিল টেনিসে। আসন্ন প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসে একইসঙ্গে প্রতিনিধিত্ব করবে ভারতের মহিলা ও পুরুষ দল। বিশ্ব দলগত র্যাঙ্কিংয়েই চূড়ান্ত ১৬তে জায়গা পায় দু’দলই। তফলে মিলেছে ছাড়পত্র। ভারতীয় পুরুষ দল ১৫ তম স্থানে ও মহিলা দল ১৩তম স্থানে রয়েছে। সেরা ১৬টি দলই প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয়। ফলে, বাংলার দুই মেয়ে ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়কে খেলতে দেখা যাবে প্যারিস অলিম্পিকে। তবে সিঙ্গলসে ভারতের হয়ে কারা প্রতিনিধিত্ব করবে তা ঠিক হবে ১৮ জুনের মধ্যে। প্রসঙ্গত ২০০৮ বেজিং অলিম্পিকে টেবিল টেনিসের অন্তর্ভুক্তির পর এই প্রথম দলগত বিভাগে যোগ্যতাঅর্জন করল ভারতীয় দল। বুসানে শরথ কমলের নেতৃত্বে প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ এ হারে ভারত। অন্যদিকে মনিকা বাত্রার অধীনে চাইনিজ তাইপের কাছে ১-৩ এ হারে ভারতের মহিলা দল। তবে ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোয়ালিফাই করে। তবে এখনও পদক আসেনি টেবিল টেনিসে ভারতে। আর সেই পদক পেতে গেলে ভারতকে যে কঠিন পরিশ্রম করতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না।