
স্পোর্টস ডেস্ক : ২০২৮ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর থাকছে টাটা গ্রুপ। প্রতি বছর বিসিসিআই-কে ৫০০ কোটি টাকা করে দেওয়ার চুক্তি সম্পন্ন করেছে এই শিল্প গোষ্ঠী। এই বিপুল দরের বিনিময়েই আইপিএল-এর টাইটেল স্পনসরের অধিকার নিজেদের দখলেই রাখতে সক্ষম হল টাটা গ্রুপ। ৫ বছরে আইপিএল-এর টাইটেল স্পনসর বাবদ ২,৫০০ কোটি টাকা পাচ্ছে বিসিসিআই। এর আগে কোনওবার আইপিএল-এর টাইটেল স্পনসর সংস্থার কাছ থেকে এত অর্থ পায়নি বিসিসিআই। এবার নতুন রেকর্ড হল। ২০২২ সালে ভারত-চিন সামরিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতির জন্য চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হল। সেই সময় আইপিএল-এর টাইটেল স্পনসর হয়। এবার শোনা যাচ্ছিল আইপিএল-এ বিনিয়োগ করতে পারে সৌদি আরব। তবে শেষপর্যন্ত টাটা গ্রুপের হাতেই আইপিএল-এর টাইটেল স্পনসরের অধিকার থাকল।