
সুপ্রিম কোর্টে তিস্তার সাময়িক স্বস্তি
সুমন্ত দাশ গুপ্ত, নয়াদিল্লিঃ সমাজকর্মী তিস্তা শীতলবাকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল দেশের সর্বচ্চ আদালত। শনিবার, তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল গুজরাট হাই কোর্ট । সঙ্গে আদালতের নির্দেশ তিস্তা শীতলবাকে দ্রুত আত্মসমর্পণের করতে হবে।
পর শনিবার সন্ধ্যা্য় গুজরাট হাই কোর্টর রায়কে চ্যলেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী তিস্তা শীতলবাদের আইনজীবী। শনিবার রাতেই সুপ্রিম কোর্টে তিস্তার আবেদনের শুনানি হয়। বিচারপতি বিআর গাবাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। বেঞ্চ প্রশ্ন করে, ‘‘যদি অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয় তাহলে কি আকাশ ভেঙে পড়বে! হাই কোর্ট যা করেছে আমরা তা দেখে অবাক হচ্ছি। এত তাড়াহুড়োর কী আছে?’’ এর পরেই গুজরাত হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।
প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়ার পর তিস্তা শীতলবাদের বিরুদ্ধে ‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগে মামলা করা হয়েছিল। সমাজকর্মী তিস্তাত বিরুদ্ধে অভিযোগ, মোদী এখন প্রধান মন্ত্রী, তাই তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য এই কাজ করেছিলেন। গুজরাট পুলিশ ২০২২-এর ২৫ জুন তিস্তাকে গ্রেফতার করে। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন।