
বাংলা সংবাদ মাধ্যমের নতুন মাইল স্টোন “টেলি ক্যানভাস”। আগামী ১০ আগষ্ট থেকে, প্রতি বৃহস্পতি ও শুক্রবার চিত্র শিল্পীদের সঙ্গে আড্ডা হবে “টেলি ক্যানভাস”। শিল্পী বলবেন তাঁর ছবির কথা, তাঁর সৃষ্টির কথা। তাঁর ভাবনার কথা। আর সবাই দেখবে ওঙ্কারের পর্দায়। শুধুমাত্র টিভিতে নয়, ওঙ্কার অ্যাপ এর মাধ্যমে পৃথিবীর যে কোন কোনায় বসে শিল্প প্রেমীরা, বায়াররা দেখতে পারবেন শিল্পীর সৃষ্টি। জানতে পারবেন শিল্পীর কথা। আপনি ছবি আঁকেন! তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন ওঙ্কারের সঙ্গে। চিত্রশিল্পীদের পাশে ওঙ্কার আছে। বাংলা সংবাদমাধ্যমে এই প্রথম চিত্র শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান “টেলি ক্যানভাস”।
ইমেলঃ onkar.news21@gmail.com
Onkar Bangla APP