
শুভম কর্মকার, ওঙ্কার বাংলা: বাঘের পায়ের ছাপ দেখা মেলায় এবার আতঙ্ক বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়। স্থানীয়দের দাবি, বাঁকুড়ার জঙ্গলে ঘোরাঘুরি করছে দক্ষিণরায়। অন্যদিকে বিষয়টি নিয়ে বন দফতরের তরফে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাঘের আতঙ্ক ছড়ায় বাঁকুড়ার সারেঙ্গায়। এদিন সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলে অজানা প্রাণীর পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, সেটি বাঘের পায়ের ছাপ। সারেঙ্গার পিড়রগাড়ী মোড়ের বনদফতরের আধিকারিকেরা ওই পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখছেন বলে জানা গিয়েছে। শনিবার সকাল ৬টা নাগাদ এই পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা।
উল্লেখ্য, শুক্রবার সকালে বাঁকুড়ার বাগডুবি গ্রাম সংলগ্ন জঙ্গলের কাঁচা রাস্তায় অজানা জন্তুর থাবার ছাপ দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি গোচরে আনা হয় বন দফতরের। আধিকারিকরা পায়ের ছাপের মাপ সংগ্রহ করে পর্যবেক্ষণ করে। বন দফতরের একটি সূত্রের দাবি, সম্প্রতি ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার জঙ্গল ঘুরে ঝাড়খণ্ডে ফিরে গিয়েছিল একটি বাঘ, সেই বাঘটিই আবার ফিরে আসতে পারে এ রাজ্যের জঙ্গলে।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক দেখা দেওয়ায় প্রশাসনের তরফে মাইকিং করে সচেতন করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গ্রামবাসীদের জঙ্গলে না যাওয়ার জন্যও সতর্ক করা হচ্ছে। প্রসঙ্গত ওড়িষা থেকে এ রাজ্যে এসে বন দফতরের আধিকারিকদের নাকানিচোবানি খাইয়েছিল বাঘিনি জিনাত। তাকে ধরতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল বন দফতরের। সেই স্মৃতি এখনও টাটকা। সেই আবহে ফের বাঘের আতঙ্ক তৈরি হয়েছে জঙ্গলমহলের জেলাগুলিতে।