
ফের টিটাগড়ে ছড়াল আতঙ্ক, চলল গুলি। টিটাগড়ে গুলিবিদ্ধ এক যুবক। ঘটনাটি টিটাগড়ের ওলোন পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ হাসান। তাঁকে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী।