
প্রশান্ত দাস,মালদা:সকালে বিজেপি ও কংগ্রেস , দুপুরে তৃণমূল, একই রাস্তার কাজের শিলান্যাস ঘণ্টা তিনের ব্যবধানে হল দুবার । । উল্লেখ্য দীর্ঘ দিন ধরেই হঠাৎ পাড়া গ্রামের বেহাল রাস্তা নিয়ে নাজেহাল গ্রামবাসীরা। অবশেষে অনেক টালবাহানার পর রাজ্য সরকারের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে প্রায় তিন কিলোমিটার এই রাস্তার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । সোমবার এই কাজের শুভ সূচনা করা হয়।
আর তাই এদিন সকাল ১০টা নাগাদ বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রাজবংশী, কংগ্রেস সদস্যদের নিয়ে গিয়ে রাস্তার কাজের সূচনা করেন।তবে, তিন ঘণ্টার ব্যবধানে রাস্তাটির ফের শিলান্যাস হয়। এবার শিলান্যাস করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা। এই বিষয়ে রুম্পা রাজবংশী বলেন, সরকারি প্রকল্পের কাজের সূচনা আমরা করেছি। সেই অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে। কিন্তু তৃনমূল সেই অনুষ্ঠানে যোগ দেয়নি।
অপরদিকে নাইকি হাঁসদা বিজেপি কে কটাক্ষ করে বলেন, রাস্তার কাজ করেছে তৃনমূল।আর ,রাজনীতি করার জন্য বিজেপি রাস্তার শিলান্যাস করেছে। উল্লেখ্য পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে রয়েছে। আবার জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে তৃণমূল।এখন তাই ওই রাস্তা নিয়ে শুরু হয়ে বিজেপি তৃনমূলের রাজনৈতিক তরজা।