
প্রদীপ মাইতি, কাঁথি, পূর্ব মেদিনীপুর : কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে চরম উওেজনা। শনিবার সকাল ৯টা নাগাদ কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের পরিচালন কমিটি’র ভোট প্রক্রিয়া শুরু হয়। সকাল ১০টার পর তৃণমূল ও বিজেপি সমর্থিত কর্মীদের বচসা শুরু হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। অগ্নিগর্ভ হওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল ও বিজেপি কর্মীর সমর্থকদের হটিয়ে দেয় পুলিশ।
শনিবার কাঁথি শহরে জাতীয় বিদ্যালয়ে ভোটপর্ব শুরু হওয়ার কিছু পরেই ভোট গ্রহণ কেন্দ্রের অদূরে পুলিশের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও বিজেপির কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনাও। তৃণমূল ক্যাম্পে এসে কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তাপস দলাই সহ বিজেপি নেতৃত্বরা ভোটারদের বাধা দেন ও তৃণমূলের স্থানীয় যুব সভাপতি সুরজিৎ নায়ক সহ তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থক তার প্রতিবাদ করেন। এতে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। যদিও বিজেপি অভিযোগ, তৃণমূল নেতৃত্বরা ভোটারদের প্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে। কাঁথি থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে। ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁর অভিযোগ, বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ভোট করানোর চেষ্টা হচ্ছে। এই অভিযোগ শুনেই আরও হইচই সৃষ্টি হয়। সেই সময়ে তাঁকে পুলিশে মেরেছে বলে দাবি করেন অখিল।
বিজেপি নেতৃত্বদের অভিযোগ, কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি সামনে দাঁড়িয়ে থেকেই ভোট লুট করার জন্য হামলা চালিয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাঁথি পুরপ্রধান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “চোরের মার বড় গলা। যাদের জনগন নেই, জনসমর্থন নেই তারা পিঠ বাঁচানোর জন্যই শুভেন্দুবাবুকে বাঁচাতে চাইছে। তাঁর অনুগামীরাই এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে”। কাঁথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ নায়ক বলেন, “সকাল থেকে সুষ্ঠ ভাবে ভোট চলছিল। কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তাপস দলাই আমাদের ক্যাম্পে এসে ভোটারদের বাধা দেন। গালিগালাজ শুরু করেন। তৃণমূল কর্মী সমর্থক প্রতিরোধ গড়ে তোলে। বিজেপি তাদের নিজেরা ক্যাম্প ভেঙে, তৃণমূলের উপর চাপাচ্ছে!
এদিকে, কাঁথি পুরসভা পুরপ্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে ভোট লুঠ ও হামলা চালানো অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্ব। কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তাপস দলাই বলেন, “ভোটারদের প্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে আমাদেরও ধাক্কা দেয়, আমাদের বুধ ভাঙচুর করে। পুলিশ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। বিজেপির অভিযোগ, এই হামলা চলেছে কাঁথি পুরসভার প্রধান সুপ্রকাশ গিরি নেতৃত্বে”।
কাঁথি শহরেরই ভূমিপুত্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই কাঁথির যেকোনও ভোট ঘিরে শাসক-বিরোধীর মধ্যে বাড়তি উন্মাদনা থাকে। এদিনের কৃষি সমবায় ভোট ঘিরেও তার অন্যথা হল না। এর আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনও ঘিরেও তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। মামলা গড়ায় আদালতেও। যদিও নির্বাচন শেষে জয়ী হয়েছিল শাসকদল তৃণমূল।