
উজ্জ্বল হোড়:জলপাইগুড়ি: দুদিন নিখোঁজ থাকার পর শনিবার রাতে বাড়ির পাশ থেকে উদ্ধার হল তৃণমূল শ্রমিক নেতার রক্তাক্ত দেহ।এই ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতে। অভিযোগের ভিত্তিতে দুজন কে আটক করে জেরা করছে পুলিশ,স্থানীয় সূত্রে জানা গেছে মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চা বাগান শ্রমিক সংগঠনের নেতা সুনীল লোহার শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন।অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে সুনীল লোহারের পরিবার মাল থানার দ্বারস্থ হয়।এবং, শনিবার দুপুর থেকে তদন্তে নামে মালবাজার থানার পুলিশ,
এরপর শনিবার রাত ১০টা নাগাদ নিদাম চা বাগানের ভাঙা পুলের অদূরে পাম্প ঘরের কাছে পাওয়া যায় সুনীল লোহারের দেহ।সুনীল লোহারের পরিবারের অভিযোগ, নিদামের বিজেপি পঞ্চায়েত সদস্য সুরজ দর্জি ও অন্যান্য বিজেপির কর্মীরা মিলে খুন করেছে।এরপর নিদাম বাগানের গ্রামবাসীরা সুনীল লোহারের খুনে অভিযুক্তদের ফাঁসির দাবিতে মাল থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
মহকুমা পুলিশ আধিকারিকের নের্তৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মালবাজার এলাকায়। দুজনকে গ্রেফতার করার পাশাপাশি ,সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।