
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ ভর্তুকি যুক্ত টমেটোর দাম ১০ টাকা কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। সোমবার ১৬ জুলাই থেকেই দেশ জুড়ে পাঁচশোরও বেশি আউটলেটে ৮০ টাকা কেজিতেই মিলবে টমেটো। এর আগে ভর্তুকিযুক্ত টমেটোর দাম ছিল কিলো প্রতি ৯০ টাকা। রাজধানী দিল্লিতেও দিন দুয়েক আগেও সরকার পরিচালিত ভ্রাম্যমান সবজির গাড়িতে টমেটো বিকিয়েছে ৯০ টাকা কেজিতে। এবার দিল্লির বাইরেও দেশের পাঁচশোরও বেশি সরকার নিয়ন্ত্রিত বাজারে কেন্দ্রীয় সরকার নির্ধারিত ৮০ টাকাতেই মিলবে রান্না ঘরের অতি প্রয়োজনীয় সবজিটি। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। প্রসঙ্গত খোলা বাজারে কলকাতায় ১২০ থেকে ১৪০ টাকার আশপাশে বিকোচ্ছিল রান্না ঘরের অতি প্রয়োজনীয় এই সবজিটি। কিন্তু কেন হঠাৎ এই দাম বৃদ্ধি ? কোলে মার্কেট ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে ওঙ্কার বাংলা ডিজিটালকে জানান রাজ্যের উৎপাদিত টমেটো শেষ হয়ে গেছে। এখন যে টমেটোগুলি বাজারে পাওয়া যাচ্ছে তা মূলত আসছে বেঙ্গালুরু থেকে। বেঙ্গালুরু থেকে টমেটো আনতে পরিবহন খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। পাশাপাশি বেঙ্গালুরুতে যেখানে টমেটোর চাষ হয় বন্যার কারণে সেই সব জায়গা ভেসে গেছে। ফলে ফলনও কম হয়েছে এবার। চাহিদার থেকে জোগান কম হওয়ায় বাজার অর্থনীতির নিয়মেই বাড়ছে দাম। তবে তিনি জানান ১০০ টাকার বেশি দাম হওয়া কখনই উচিত নয়। কিছু শ্রেণীর ফাটকা ব্যবসায়ী চাহিদা তুঙ্গে থাকায় কালোবাজারি করছেন। প্রসঙ্গত টমেটোর দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকারও। তবে তাতে তেমন কোনও হেরফের হয়নি পরিস্থিতির।