
নিজস্ব সংবাদদাতা,কলকাতা: টিজার আগেই মুক্তি পেয়েছিল,এবারে প্রকাশ্যে এলো দেব-রুক্মিণী অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র ট্রেলার। আর ট্রেলার মুক্তি পেতেই দেব-রুক্মিণীর জমজমাট রসায়ন মন ছুঁয়ে গেল দর্শকদের। অজিতের ভূমিকায় আলাদা করে নজর কেড়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তবে ব্যোমকেশ- অজিতের জুটি কিভাবে রহস্যের উদঘাটন করেন তা দেখতে গেলে অপেক্ষা করতে হবে আগামী ১১ ই আগস্ট পর্যন্ত।
এই ছবির নাম ঘোষণার পর থেকে দর্শকদের মধ্যে ছবিকে কেন্দ্র করে এক আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করে গিয়েছে। তবে ব্যোমকেশ রূপে দেবকে দেখার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ব্যাপক চর্চা। অনেকে সমালোচনা করেছিলেন দেবের ‘ব্যোমকেশ’ লুক নিয়ে।
তবে ট্রেলার দেখে খুশি সকলে। এখন অপেক্ষা ১১ ই আগস্টের। সেদিনই আসল পরীক্ষা বিরসা- দেব-রুক্মিণীর। রিয়েল লাইফ জুটি দেব রুক্মিণী ফাইনাল পরীক্ষায় কি লেটার মার্কস পাবেন? দর্শকদের এক্সপেক্টেশন কে পূরণ করতে পারবে পর্দার ব্যোমকেশ সত্যবতী? সব উত্তর মিলবে ১১ই আগস্ট এই ছবি মুক্তি পাওয়ার পর।