
নিজস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ মুম্বই-বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে আগুন। তবে ট্রেনটি খালি থাকায় কেউ হতাহত হননি। বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর আগুন দেখতে পাওয়া যায়। রেল মন্ত্রক সূত্রে খবর, সেই সময় ট্রেন থেকে যাত্রীরা নেমে গিয়েছিলেন, বলে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় দমকলবাহিনী। তবে কী ভাবে আগুন লাগলো তা জানতে তদন্ত শুরু হয়েছে।
সূত্রে খবর, সাঙ্গোলি রায়ান্না স্টেশনে যাত্রীরা নেমে যাওয়ার প্রায় ২ ঘণ্টা পর ট্রেনের কামরা থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তাবে, কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রেল মন্ত্রক সূত্রে খবর।