
শেখ এরশাদ, কলকাতা: এবার থেকে 10 কেজি বেশি জিনিসপত্র বহন করতে পারবে না বাইকট্যাক্সি। সাম্প্রতিক একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রাজ্যের পরিবহন দফতর। অ্যাপ নির্ভর যাত্রীবাহী বাইকট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা জারি করল পরিবহন দফতর। বাইকট্যাক্সির ক্ষেত্রে কমার্শিয়াল নম্বরের বাধ্যতামূলক করার পাশাপাশি এবার আরো কাড়াকাড়ি পদক্ষেপ গ্রহণ করল পরিবহন দফতর। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য নতুন নিয়ম চালু করল রাজ্যের পরিবহন দফতর। এবার অতিরিক্ত ওভারলোডিং করার সীমা বেঁধে দেওয়া হল। কমপক্ষে 10 কেজি বেশি জিনিসপত্র বহন করতে পারবে না তারা। সরকারি নির্দেশিকা অনুযায়ী ওজনের পাশাপাশি যাত্রীদের ব্যাগ বা জিনিসপত্র আকার ধারণের মাপ বাইকের সমান 36 সেন্টিমিটার বেশি রাখা যাবে না। বাইকের দুপাশে 15 সেন্টিমিটার বেশি জায়গায় না নয়। সেটা নিশ্চিত করতে হবে বাণিজ্যিক বাইকচালক দের। পরিবহন দফতর সূত্রের খবর রেলের সফর থেকে ফিরে যাত্রীরা নিজেদের সুবিধার্থে বাইকট্যাক্সি ব্যবহার করে থাকেন। হাওড়া স্টেশন বা শিয়ালদহ স্টেশন কলকাতার বিভিন্ন স্টেশন থেকে ব্যাগ ও লাগেজ নিয়ে বাইক ট্যাক্সি বুক করে নিজের বাড়ি বা গন্তব্যস্থলে যান। ফলে অতিরিক্ত ওজনের জিনিসপত্র বহন করার জন্য অনেক সময় বাইকে দুর্ঘটনার আশঙ্কা থাকে। অনেক সময় বাইক টাক্সিতে অতিরিক্ত মালপত্র বহন করার জন্য অন্য বাহনের সঙ্গে সংঘর্ষ ও বাঁধে। এছাড়া যাত্রীরা নিরাপদ ভাবে নিজের আসনে বসতে ও পারেন না। তাই বাইক ট্যাক্সি ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করার জন্যই পরিবহন দফতর এবার থেকে বাণিজ্যিক বাইক ট্যাক্সি গুলিতে অতিরিক্ত জিনিসপত্র বহন করার ক্ষেত্রে নির্দিষ্ট মাল বহন সীমা বেঁধে দিল রাজ্যের পরিবহন দফতর। এই মর্মে বিজ্ঞপ্তি জরি করে রাজ্যের ডিজি ও আইজি ট্র্যাফিক সহ লাল বাজার ডি সি ট্র্যাফিক সহ পরিবহন দফতরের সমস্ত আঞ্চলিক কার্যালয় সহ সমস্ত জেলা শাসক কে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন পরিবহন সচিব সৌমিত্র মোহন।