
স্পোর্টস ডেস্ক :: ৬ কোটি ৮০ লক্ষতে সানরাইজার্স হায়দরাবাদে বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড। ২ কোটি বেস প্রাইজ থেকে তাঁর বিড শুরু হয়। হায়দরাবাদের পাশাপাশি আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত ৬ কোটি ৮০ লক্ষতে বিক্রি হন অস্ট্রেলিয়ান। তবে আশা করা হয়েছিল তাঁকে পেতে ঝাঁপাবে আরও ফ্র্যাঞ্চাইজি। কিন্তু হায়দরাবাদ এবং চেন্নাই ছাড়া কেউ আগ্রহ দেখায়নি। তবে আইপিএল নিলামের প্রথম সেটে চমক রোভমান পাওয়েল। এক কোটি বেস প্রাইজ থেকে ৭ কোটি ৪০ লক্ষতে ক্যারিবিয়ান ক্রিকেটারকে কিনল রাজস্থান রয়্যালস।২০২৪ সালের আইপিএলের সূচী নিয়ে বড়সড় ইঙ্গিত। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে আসন্ন আইপিএল। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই নতুন বছরে মার্চ থেকে মে মাসের মধ্যে আইপিএলের আয়োজনের ভাবনা শুরু হয়ে গিয়ে্ছে। ইতিমধ্যে বিভিন্ন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে।
টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই ক্রিকেটারদের চোট আঘাত এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বেশ চিন্তিত। সেই কারণে তাদের ক্রিকেটারদের পূর্ণ সময়ের জন্য পাওয়া যাবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল। স,ম,্ত দিক বিটার বিবিচনা করেই এবার আইপিএলের সময় খানিকটা এগনোরর সিদ্ধান্তই নিতে চলেছে বিসিসিআই। মার্চ মাস থেকে মে মাসের মধ্যেই আইপিএল আয়োজন করতে চাইছে তারা।