
–
নিজেস্ব প্রতিনিধিঃ মহিলাদের জন্য পৃথক বাস, লেডিজ স্পেশাল ট্রেন, ট্রেনে মহিলাদের জন্য পৃথক বগি থাকাটা সাধারণ ব্যাপার। কিন্তু, এবার পুরুষদের জন্য চালু হল পৃথক বাস। শুনতে অবিশ্বাস্য লাগছে? এমনই পরিষেবা চালু করেছে তেলঙ্গানা সরকার। ১ ফেব্রুয়ারি, থেকে এই পরিষেবা চালু হয়েছে, ইব্রাহিমপতনম-এলবি নগর রুটে।
তেলঙ্গানা রোড ও ট্রান্সপোর্ট সার্ভিসেস এক প্রেস নোটে জানিয়েছে, এই রুটে প্রথম বাস যাবে সকাল সাড়ে ৮টায় এবং ফিরবে বিকেল সাড়ে ৪টেয়। প্রসঙ্গত, তেলঙ্গানার কংগ্রেস সরকারের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু করেছে। এর ফলে বাসে মহিলাদের ভিড় অতিরিক্ত বেড়ে গিয়েছে। পুরুষেরা বাসে ওঠার সুযোগ পাচ্ছেনা বলেই চলে।
আবার বাসে উঠতে পারলেও কটূক্তি ও হেনস্থার শিকার হতে হচ্ছিল পুরুষদের বলে বার বার অভিযোগ সামনে আসছিল। পুরুষদের জন্য পৃথক বাস চালু করার দাবি জিনিয়েছিল ছাত্র থেকে অফিস যাতায়াতকারী পুরুষ যাত্রীরা। তাঁদের সেই দাবিকেই এবার স্বীকৃতি দিল তেলঙ্গানা সরকার।