
সূর্য্যজ্যোতি পাল, ভেটাগুড়ি : ফের হুমকি সুর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গলায়।এবার বিরোধীদের বাড়ী থেকে বের করে মারধোর করার হুমকি দিলেন মন্ত্রী। সোমবার ভেটাগুড়ি তে একটি পদযাত্রা করেন উদয়ন।আর এই পদযাত্রায় সমর্থকের সংখ্যা কম থাকার জন্য বিজেপির সন্ত্রাস কেই দায়ী করেন মন্ত্রী।এবং বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তৃনমূলের কোন কর্মী ও নেতার গায়ে হাত পড়ে তবে ঘর থেকে বার করে পেটানো হবে।মন্ত্রীর এই হুমকির পর ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।