
স্পোর্টস ডেস্ক :বাংলার ফুটবল জগতে আত্মপ্রকাশ নয়া ফুটবল ক্লাবের। সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে শুরু হল United Kolkata sports club নামে নতুন ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাবের। একদল বাঙালি ফুটবলারদের নিয়ে জনপ্রিয় কোচ তথা প্রাক্তন ফুটবলার দীপক কুমার মণ্ডলের প্রশিক্ষণে কলকাতা লিগে অংশ নেবে এই নতুন ক্লাব। এদিন জার্সি উদ্বোধন ও ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ভট্টাচাৰ্য, সুমিত মুখোপাধ্যায়ের মত তারকারা। প্রত্যেকেই এই নতুন উদ্যোগের প্রশংসা করলেন।