
অমিত কুমার দাস: উচ্চ প্রাথমিকস্তরে কী ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে? তেমনি প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বন্ধ থাকা উচ্চ প্রাথমিকস্তরে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানিয়েছেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে শুরু করা যেতে পারে নিয়োগ প্রক্রিয়া। প্রয়োজনে সুপারিশ পত্র দেওয়ার কাজ শুরু করা যেতে পারে বলে মন্তব্য বিচারপতি। তিনি প্রশ্ন করেন দীর্ঘদিন ধরে কি কিছু সংখ্যক মামলাকারীর জন্য প্রায় ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব ? ২০১৬ সাল থেকে বন্ধ হয়ে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগের কাজ। নিয়োগের জন্য কাউন্সেলিং সম্পন্ন হলেও সুপারিশপত্র দেওয়ার ওপর হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে। এই মামলায় মামলাকারীর সংখ্যা কত তা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। ২৮শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।