
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:রবিবার বিকেলে ধূপগুড়ির কেপিপির পার্টি অফিসে ১৯ শে নভেম্বরের মহা সভাকে সফল করতে প্রস্তুতি সভা করল ৬ টি সংগঠন সহ প্রাক্তন কেএলও সমর্থকরা।
উল্লেখ্য গত মাসের কুড়ি তারিখে এই বিষয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জোটের পক্ষ থেকে দাবী করা হয়েছিল , উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল যেমন ঘোষণা করতে হবে তার সঙ্গে জীবন সিংহের সঙ্গে কেন্দ্রিয় সরকারের শান্তি আলোচনায় কে এল ওর অন্যতম সংগঠক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের হেফাজতে থাকা কৈলাস কোচ কে সামিল করতে হবে।
গত মাসে করা সংবাদিক সম্মেলনের পর রবিবার কামতাপূর প্রগ্রেসিভ, ইউনাইটেড সহ অন্যান্য সংগঠন গুলোর করা এই মহা সভার প্রস্তুতি বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতীক চাঞ্চল্য ছড়িয়ে জেলা সহ উত্তরবঙ্গ জুড়ে।