
স্পোর্টস ডেস্ক :আর কিছু দিন পরেই শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ। চলতি বছর টি২০ বিশ্বকাপ থাকায় এখন থেকেই জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। সেই কারণে নিজেদের শক্তি পরখ করে নিতে জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি’কে বাদ দিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মা’দের নিয়ে দল ঘোষণা করল বিসিসিআই।
দীর্ঘদিন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে খেলেননি কোহলি এবং রোহিত। প্রায় বছর খানেক দেশের জার্সিতে টি২০ খেলতে দেখা যায়নি ভারতীয় দলের দুই মহারথীকে। তবে এবার আফগান সিরিজে দেখা যাবে তাদের। চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলছেন না সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। তাদের অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত।
এক নজরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।