
স্পোর্টস ডেস্ক :সোশ্যাল মিডিয়ায় নিজের ইও ইও টেস্টের ফলাফল দেখিয়ে বিপাকে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমানে দলের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি।নেটমাধ্যমে অসংখ্য ফলোয়ার রয়েছে বিরাট কোহলির। তাই তিনি কিছু একটা পোস্ট করার মানেই প্রায় কোটি কোটি মানুষের কাছে সেই তথ্য পৌঁছে যাওয়া! বৃহস্পতিবার ইনস্টা স্টোরিতে নিজের একটি ছবি দিয়ে বিরাট লিখেছিলেন, ‘কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইয়ো ইয়ো পরীক্ষার পাস করে যাওয়ার আনন্দ। ১৭.২ স্কোর।’ বোর্ড কোয়ালিফিকেশনের প্যারামিটার রেখেছে ১৬.৫। বিরাটের স্কোর তার থেকে ০.৭ পয়েন্ট বেশি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, তারপরই বিসিসিআইয়ের তরফে ক্রিকেটারদের সতর্ক করে দেওয়া হয়েছে, ইও ইও টেস্টের রিপোর্ট এভাবে প্রকাশ্যে আনা যাবে না। তবে ক্রিকেটারদের আপাতত মৌখিকভাবে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এমন বিষয় পোস্ট করা যাবে না। অনুশীলনের ছবি পোস্ট করা যেতে পারে। কিন্তু ইও ইও টেস্টের ফলাফল ফাঁস করে দেওয়া চুক্তির লঙ্ঘনের আওতায় পড়ে যাবে। সে ক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হতে পারে জাতীয় দলের ক্রিকেটারদের।BCCI-এর এক কর্তা বলেন, ‘প্লেয়ারদের মৌখিকভাবে বলা হয়েছে দলের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ খবর সোশাল মিডিয়ায় শেয়ার না করতে। ওরা অনুশীলনের সময়কার ছবি শেয়ার করতে পারেন তবে এমন কিছু শেয়ার করতে পারেবন না যা বোর্ডের গোপনীয়তাকে লঙ্ঘন করে।’