
নিজেস্ব প্রতিনিধি, ওয়ানড়েঃ বিপর্যয় উপেক্ষা করেই ওয়ানড়ে হাজির লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়ানড়ের সদ্যপ্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গী বোন প্রিয়াঙ্কা গান্ধী। নীল রঙের বর্ষাতি চাপিয়ে ওয়েনাড়ের চুরালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন। বিপর্যস্ত এলাকা ঘুরে এলেন তাঁরা।
বৃহস্পতিবার দুর্যোগ মাথায় নিয়ে ধস বিধ্বস্ত ওয়েনাড়েতে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। জমে থাকা কাদামাটি জানান দিচ্ছে, পরিস্থিতি কতটা ভয়াবহ। এর মধ্যেই গায়ে নীল রঙের বর্ষাতি চাপিয়ে ওয়েনাড়ের চুরালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়ঙ্কা। ত্রাণ শিবিরে গিয়ে কথা বললেন দুর্গতদের সঙ্গে।
রাহুল গান্ধী ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ। রাহুলের ছেড়ে দেওয়া আসন ওয়েনাড়ের উপনির্বাচনে এ বার প্রার্থী হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। ওয়েনাড়ের যে চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম চুরালমালা। চুরালমালায় পৌঁছে দু’জনেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে ভারী বৃষ্টির জেরে ধস নেমেছিল ওয়েনাড়ে। যার জেরে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭৬ জনের মৃত্যু হয়েছে। একাধিক মানুষের এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
কেন্দ্রীয় মৌসম ভবনের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ওয়েনাড় ও সংলগ্ন এলাকায়। ফলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধার অভিযানে তার প্রভাব পড়ার আশঙ্কাও থাকছে।