
নিজস্ব প্রতিনিধি, কোচবিহারঃ পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তাপ বাড়ছে তোর্ষা পারের রাজনীতিতে। হুমকী পালটা হুমকী, খুন জখমের অভিযোগে সরগরম কোচবিহার। এবার বিদায়ী পঞ্চায়েত প্রধানকে ‘ছেঁচড়ে নিয়ে যাবে’ বলে হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
নির্বাচনের প্রচারের শেষলগ্নে ভেটাগুড়িতে পথসভা করে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রচার সভায় প্রধান বক্তা ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। বক্তব্যের প্রথম থেকেই উদয়নের আক্রমণের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রী ঘনিষ্ঠ ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান রতন বর্মনকে তুলোধনা করেন উদয়ন।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ‘ভালোভাবে ভোট হোক, শান্তিতে ভোট হোক, কোনও সমস্যা নেই। প্রধানকে বলছি, জনগণ যদি ভোট দেন আপনি জিতবেন। গায়ের জোরে যদি ভোটেও জেতেন তাহলে দিনহাটা বিডিও অফিসে গিয়ে আপনি শপথ নিতে পারবেন না৷ আপনার গুরুদেব কেন্দ্রীয় বাহিনী দিয়েও আপনাকে শপথ নেওয়াতে পারবে না। আগের বার গোরুর মত পিটিয়ে ছিল আপনাকে। আমি অসুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে এসে আপনাকে বাঁচিয়ে ছিলাম। এবারে গায়ের জোর দেখালে পায়ে দড়ি বেঁধে ছেঁচড়ে নিয়ে যাবে।’ উদয়ন আরও বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে আমার উপর আক্রমণ হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকদের গাড়ি থেকে নামিয়ে পেটানো হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এবার পুলিশ দাঁড়িয়ে দেখবে না। গণ্ডগোল করলে পিঠের চামড়া তুলে নেবে। কারণ এটা কেন্দ্রের ভোট নয়। রাজ্য নির্বাচন কমিশনার ভোট পরিচালনা করছে।’