
অনুসূয়া সিনহা,দুর্গাপুরঃ আর কৌটো নাচিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ নয়,এবার পার্টির নিজস্ব তাহবিলে ডিজিটাল লেনদেন। যাবতীয় ছুতমার্গ সরিয়ে দিয়ে তথ্য প্রযুক্তিতেই ভরসা রাখলো পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম নেতৃত্ব। এবার থেকে কিউ আর কোড দিয়ে টাকা সংগ্রহ সিপিআইএমের।
পশ্চিম বর্ধমান জেলায় সিপিআইএম নেতৃত্ব পরীক্ষামূলক ভাবে এই সিস্টেম শুরু করলো। দেশেই থাকুন, আর বিদেশেই থাকুন সাধ্যমতো পার্টি কমরেডরা বা অন্য কেউ সরাসরি ইচ্ছে থাকলে পার্টি ফান্ডে টাকা পাঠাতে পারেন এই কিআর কোড ব্যবহার করে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো হোক, বা দেশ বিদেশে কোনো বিপর্যয়ে আর্থিক সাহায্য পাঠানো, একটা সময় বামেরা দুয়ারে দুয়ারে পৌঁছে যেত কৌটো নিয়ে, যে কৌটোতে টাকা সংগ্রহ করে সেই টাকা পাঠানো হতো দুর্গতদের কাছে।
কৌটো নাচিয়ে বামেদের টাকা সংগ্রহর এই কৌশল বিরোধী দের সমালোচনাই বিদ্ধ হয়েছে, একটা সময় এই কৌটো নাচানো সিস্টেন প্রতিপক্ষ দলের নির্বাচনী ইস্যুতে আসতো। আজ ডিজিটাল লেনদেন কার্যত বামেদের চিন্তা ভাবনায় অনেকটাই বিপ্লব আনলো বটে।
আরো একটি বিষয় আছে যেটা জানতে একটু ইতিহাসের পাতা ঘাটতে হবে। একটা সময় বামেরা যখন বাংলা শাসন করতো তথ্য প্রযুক্তি শিল্পের চূড়ান্ত বিরোধিতা করেছিল, বামেদের যুক্তি ছিল, কম্পিউটার তথ্য প্রযুক্তি ঢুকে পড়লে কর্মসংস্থান শেষ হবে, মানুষ কাজ হারাবে বদলে যন্ত্র দানব দাপিয়ে বেড়াবে। ভাবনার বদল ঘটলো, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তথ্য প্রযুক্তি শিল্পকে স্বাগত জানানো হলো, বাম ভাবনাতে এক নতুন বিপ্লব আসলো, কমরেডরা এন্ড্রোয়েড সেটের মধ্যে নিজেদের বন্দী করলো, প্রতিবাদ, ভোট প্রচার,মান অভিমান, সব কিছুই এক নতুন ভাষা খুঁজে পেলো নতুন বিপ্লবের আঙিনায়।
তথ্য প্রযুক্তির বিরোধিতা করে ভুল হয়েছিল সময়ের সাথে তাল মিলিয়ে সেই কথা স্বীকারও করে নিলো বামেরা।যদিও বিরোধীরা বামেদের ভুল স্বীকারের উত্তরে বললো, অহেতুক তথ্য প্রযুক্তির বিরোধিতা করতে গিয়ে অনেকগুলো প্রজন্মকে নস্ট করে দিলো তারা। আর বিপ্লবের এই আঙিনায় এবার আরো কয়েক ধাপ এগিয়ে গেলো বামেরা। এবার কিউ আর কোড ব্যবহার করে মানুষের কাছ থেকে অন লাইন লেনদেন শুরু করলো লাল ঝান্ডা।
পরিবর্তিত পরিস্তিতিতে যেভাবে শাসকের একের পর এক দুর্নীতিতে বাংলার মানুষ মুখ ঢাকছে ফিকে হচ্ছে মুখের চওরা হাসি ঠিক তখন সচ্চতা জারি রেখে এক মুক্ত আকাশের মাঝে বুকভরা নিঃশাস নিতে এই উদ্যোগ সিপিআইএম নেতৃত্বের এমনটা বলছেন দলের জেলার সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকার, কৌটো সরে যাচ্ছে না, ডিজিটাল লেনদেনের মাঝে বেঁচে থাকবে এই সিস্টেন জানালেন জেলা সিপিআইএম নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিআইএমের এই উদ্যোগ ভাবনাকে কটাক্ষ করতে ছাড়েনি বাম বিরোধীরা।
তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায় বললেন এ বড় হাস্যকর, তাহলে বামেরা বলুক ৩৪ বছরে তারা অনেকটা পিছিয়ে দিয়েছিলো বাংলাকে, তৃণমূল নেতার সাথে সহমত পোষণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইও। সব মিলিয়ে যুগ আর সময়ের সাথে তাল মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে “বাম পথে গ্রাম, আপনি দাঁড়ান আমাদের পাশে বামেদের, একদিকে দলীয় প্রতীক আর অন্যদিকে কিউআর কোড দিয়ে সিপিআইএমের এই স্লোগান কর্মসূচী পঞ্চায়েত ভোটের আগে কতটা মানুষের মন জয় করতে পারে সেটাই দেখার বিষয়।