
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ পঞ্চায়েত ভোটের দিন রাজ্য জুড়ে অশান্তি। কোথাও পড়ল বোম কোথাও চলল গুলি। সন্ত্রাসের বলি ১৬ জন। যদিও রাজ্য নির্বাচন কমিশনের দাবি ভোটকে কেন্দ্র করে রাজ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বিরোধীদের দাবি ভোটের নামে প্রহসন হল বঙ্গে। শাসক দলের দাবি সামগ্রিক ভাবে ভোট হয়েছে শান্তিপূর্ন।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে অশান্তি দেখেছে রাজ্য। কোচবিহার থেকে ভাঙড়, মুর্শিদাবাদ থেকে ক্যানিং’এর মাটি ভিজেছে রক্তে। ভোটের দিনও ব্যতিক্রম হলনা। সকালে ভোটগ্রহণ শুরুর আগেই অভিযোগ ওঠে বুথ দখল থেকে ছাপ্পার। কোথাও বোমা পড়ল মুড়ি মুড়কির মত। বোমা আর গুলির শব্দ ছাপিয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দকে। গ্রাম বাংলায় সন্ত্রাসের বলি হলেন ১৬ জন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে শাসক তৃণমূলের দশ জন। বিজেপি-র ২ জন। সিপিএমের ২ জন। কংগ্রেসের ১ জন। একজন ভোটারেরও মৃত্যু হয়েছে বলে খবর। না রাজ্যের শাসকদল, না কোনও বিরোধী দল, না নির্বাচন কমিশন কেউ এই ১৬টি মৃত্যুর দায় নেয়নি।
এক ঝলকে ভোটের সারাদিন
ভোট শুরুর আগেই দিনহাটার পুঁটিমারি ১ গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী ভোলা বর্মনকে লক্ষ্য করে গুলি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ উদ্ধার হয় রতনপুর থেকে।
ভাঙড়ে ফের চলল গুলি। চকমারিয়ায় গুলিবিদ্ধ ২ আইএসএফ কর্মী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুন। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
ডোমকলের কুপিলায় চলল গুলি, জখম ২ তৃণমূল কর্মী।
মানিকচকে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। মুড়ি মুড়কির মত পড়ল বোমা। বোমার আঘাতে মৃত্যু তৃণমূল কর্মীর।
মুর্শিদাবাদের নিমতিতায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ।
দিনহাটা ১ নম্বর ব্লকে বুথে আগুন। ভোটের আগেই বুথ তছনছ, নথিপত্রে আগুন। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের ডাক। জোর করে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা।
হলদিয়ায় বাহিনী না থাকায় বুথের দরজা বন্ধ করে দিলেন বিরোধীরা।
ভাঙড়ে হাতিশালায় আইএসএফ প্রার্থীকে বাড়িতে তালা মেরে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠ ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রাজারহাট ব্লকের জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৬৬ ও ২৬৭ নম্বর বুথে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। ভেঙে দেওয়া হয় বুথ। বহিরাগতদের নিয়ে এসে এলাকায় গুলি চালানো, ইট বৃষ্টির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীর অভিযোগ ৪ রাউন্ড গুলি চালিয়েছে তৃণমূল। বুথে ঢুকে সিপিএম হামলা চালায় বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওর খুন। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মী চিরঞ্জিৎ কারজির মৃত্যু। কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন। লালগোলায় সিপিএম সমর্থক রওশন আলির মৃত্যু। নওদায় কংগ্রেস কর্মীকে গুলি করে খুন।
ভোটের দিন প্রাণহানির ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘‘আমি প্রথমেই বলেছি, নির্বাচন কমিশন চাইলে শান্তিপূর্ণ ভোট হবে। নয়তো যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, শান্তিপূর্ণ ভোট সম্ভব হবে না। মনোয়নপর্বেই যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তাতে সুষ্ঠু ভাবে নির্বাচন হওয়া সম্ভব নয়,এটা ভোটের নামে প্রহসন”।
বিজেপি শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে ‘জনগণের অভ্যুত্থান’ দরকার ‘চলো কালীঘাট, ইটগুলো খুলি’। শুভেন্দুর দাবি, রাজ্যে শান্তি ফেরাতে দু’টি পথ রয়েছে। ৩৫৬ বা ৩৫৫ অনুচ্ছেদ জারি করে নির্বাচন অথবা জনগণের অভ্যুত্থান।
সিপিআইএম’এর রাজ্য সম্পাদক মোঃ সেলিম বলেন, অশান্তির জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন। তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার গ্রেফতারের দাবী তোলেন। নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছে কংগ্রেসও। প্রসঙ্গত, এদিন কমিশনে জমা পড়েছে হাজারের বেশি অভিযোগ।