
নিজস্ব প্রতিনিধি, অঙ্কারঃ ঝাড়গ্রামে তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠল। তাঁকে ছাড়াতে গেলে তৃণমূল প্রার্থী সহ বেশকয়েকজনকেও মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের বাঘসাই গ্রামে তৃণমূল কর্মী মণিশঙ্কর দে বাড়ি ফেরার পথে অপহরণ করে বিজেপি কর্মীরা।
মণিশঙ্কর দে কে ছাড়াতে যান তৃণমূল প্রার্থী অক্ষয় গিরি। অভিযোগ, তখন বিজেপি কর্মীরা হামলা চলায় তৃণমূল প্রার্থী অক্ষয় গিরির ওপর। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল প্রার্থী সহ ৬ জন। হামলার অভিযোগ অস্বীকার করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি। ঘটনা কে ঘিরে শুক্রবার সকাল থেকেই থমথমে বাঘসাই গ্রাম। এলাকায় টহল দিচ্ছে পুলিশ অ কেন্দ্রীয় বাহিনী।