
নিজস্ব প্রতিনিধি, মালদাঃ বামেদের দীর্ঘদিনের অভিযোগ বিজেপির সঙ্গে সেটিং রয়েছে তৃণমূলের। এমনকি ২০২১ নির্বাচনে বাম জোটের স্লোগান ছুল “বিজেমূল”। এবার বামেদের অভিযোগকেই মান্যতা দিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার মালদার চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিক দের প্রশ্নে বলেন, “টিএমসি বিজেপির এজেন্ট। যেখানে ধান্দা সেখানেই হাত মেলায়। মানুষ বুঝে গিয়েছে।”বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতির দিলীপ ঘোষের মুখে এহেন স্বীকারোক্তিতে শোরগোল রাজ্য রাজনীতি।
রবিবার মালদা জেলার সুজাপুরে সভা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে দাবি করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের সেই মন্তব্য প্রসঙ্গে দিলীপ বলেন, ‘অধীর চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলাল? তৃণমূলই বিজেপির সঙ্গে হাত মেলায়। তৃণমূলই বিজেপির এজেন্ট। দিল্লি গিয়ে হাত মেলায়”। সঙ্গে তাঁর দাবি, “তৃণমূলই পটনা গিয়ে লিট্টি খেয়ে আসে। নিজেদের ধান্দায় চলে। মানুষ সব বুঝে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচন থেকে তার জবাব দেওয়া শুরু হয়ে যাবে”।