
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করলেন ফুরফুরার শরীফের পীরজাদা নওশাদ। তিনি আর বলেন, এসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তিনি। প্রসঙ্গত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়কের নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগ এনেছেন এক তরুণী। বুধবার দুপুরে বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের করেছেন অভিযোগকারী। পুরটাই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন নওশাদ সিদ্দিকি।
তাঁর বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের পর নওশাদ বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল। গ্রেফতার করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনেছে শাসকদল তৃণমূল। কিন্তু আটকে রাখতে পারেনি। তাই ভোটের মুখে এসব করা হচ্ছে। আইএসএফ বিধায়ক আরও বলেন, “আমি রাজনীতি করতে এসেছি। রাজনীতি আসার আগে থেকেই জানি, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হবে। তাই এসবের জন্য প্রস্তুত আছি।”
তৃণমূল নেতা সব্যসাচী দত্তর সঙ্গে থানায় অভিযোগ করতে এসেছিলেন তরুণী। এই প্রসঙ্গে, নওশাদ বলেন “সঙ্গে করে নিয়ে অভিযোগ করাতে আসছেন। কে কী করছেন বুঝতেই পারছি।”
প্রসঙ্গত, অভিযোগকারী তরুণী এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা। উনি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তরুণী। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি। বরং অভিযোগকারীর দাবি, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।”