
তামসী রায় প্রধান, কলকাতাঃ দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। আগামী শনিবার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিষদের ভোট। একদফাতেই হবে ভোট। কলকাতা হাই কোর্টের নির্দেশে প্রতিটি বুধে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। নিরাপত্তার কথা মাথায় রেখে সীমানা সিল করার সিদ্ধান্ত নিয়েছে ।
বাংলার সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের যে সীমানা রয়েছে, তা ‘সিল’ করে দেওয়া হবে। এই বিষয়ে ইতিমধ্যেই দুই রাজ্যের পুলিশ প্রধানের সঙ্গে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, এই দুই রাজ্যের সীমানায় তল্লাশি, নিরাপত্তা এবং সিল করা হবে। তাই এখন থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।
সীমান্ত পেড়িয়ে বাংলাদেশ থেকে দুষ্কৃতী নিয়ে এসে খুন করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভিন রাজ্য থেকে দুষ্কৃতীকে দিয়েও রাজ্যে ঝামেলা পাকানোর অভিযোগ উঠেছে বহুবার। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে ইন্দো-বাংলা সীমান্তে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সীমানা সিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সীল করা হবে অসম , সিকিম এবং ভুটানের সীমান্ত। নির্বাচনে নিরাপত্তা সুরক্ষিত করতে তার জন্য কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশকেও সক্রিয় করা হয়েছে।