
সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কার বাংলাঃ আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিল পর্বে একাধিক জায়গায় অশান্তির চিত্র দেখেছে বঙ্গ। বিরোধীদের দাবিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পঞ্চায়েত নির্বাচনে। পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। খোলা থাকছে 24 X 7 কন্ট্রোল রুম।
রাজ্য পঞ্চায়েত নির্বাচনের কমিশনের কন্ট্রোল রুমের নম্বর হল – 1800-345-5553
আলিপুরদুয়ার অবজারভার মহম্মদ ইকলাখ ইসলাম। ফোন নম্বর 704784998/ 9836172882
কোচবিহার জেলার জন্য অবজারভার – প্রসেনজিৎ হানস ফোন নম্বর 7583985214
জলপাইগুড়ি জেলার অবজারভার,সুজাতা ঘোষ। ফোন নম্বর 8670897101
দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য অবজারভার, প্রভুধ্য দত্ত দ্রাবিড় প্রধান। ফোন নম্বর 94341155218/ 8250883909
উত্তর দিনাজপুর জেলার অবজারভার, উত্তম কুমার পাত্র। ফোন নম্বর 9800874631
দক্ষিণ দিনাজপুর জেলার অবজারভার, দীপঙ্কর চৌধুরী। ফোন নম্বর 8972494807
মালদা জেলার অবজারভার,নিরঞ্জন কুমার। ফোন নম্বর 9749837179
মুর্শিদাবাদ জেলার অবজারভার, শুভ্রা চক্রবর্তী। ফোন নম্বর 7719377372 / 03482-250577
নদিয়া জেলার অবজারভার অচিন্ত্য কুমার পতি। ফোন নম্বর 9046694730
হুগলি জেলার অবজারভার নন্দিনী ঘোষ। ফোন নম্বর 7439985318
বীরভূম জেলার অবজারভার জয়দীপ দত্তগুপ্ত। ফোন নম্বর 7551064046
বাঁকুড়া জেলার অবজারভার নীলাঞ্জনা দাশগুপ্ত। ফোন নম্বর 90461 40452
পূর্ব বর্ধমান জেলার অবজারভার ইউ স্বরূপ। ফোন নম্বর 7719363764
পশ্চিম বর্ধমান জেলার অবজারভার জয়দীপ মুখোপাধ্যায়। ফোন নম্বর 6296427904
পুরুলিয়া জেলার অবজারভার কোনথাম সুধীর। ফোন নম্বর 9046141506
ঝাড়গ্রাম জেলার অবজারভার গোলাম হাসান ওবাদির রহমান। ফোন নম্বর 8918970277
পশ্চিম মেদিনীপুর জেলার অবজারভার আর অর্জুন। ফোন নম্বর 9073938057
পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার নিখিল নির্মল। ফোন নম্বর 7586095222
হাওড়া জেলার জেলার অবজারভার অজয় ভট্টাচার্য। ফোন নম্বর 6292317904
উত্তর ২৪ পরগনা জেলার অবজারভার অভিষেক কুমার তিওয়ারি। ফোন নম্বর 9147180087
দক্ষিণ ২৪ পরগনা জেলার অবজারভার অনুরাগ শ্রীবাস্তব। ফোন নম্বর 9147180190
পঞ্চায়েত নির্বাচনকালীন কোনও বুথে সমস্যা হলে, রাজ্য নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। যে কোনও ধরনের প্ররোচনা, গণ্ডগোল ও অশান্তি, এড়িয়ে চলার ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।