
শেখ চিকু, ওঙ্কার বাংলাঃ দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য বিজেপির তিন জয়ী প্রার্থী এবং এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ অস্বীকার করল তৃণমূল। শাসকদল তৃণমূলের নেতা তথা মমতা মন্ত্রীসভার মন্ত্রী ফিরহাদ হাকিম প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন নাচতে না জানলে উঠোন ব্যাকা।
পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য বিজেপির তিন জয়ী প্রার্থী এবং বাম সমর্থিত এক নির্দল প্রার্থীকে অপহরণ করেছে তৃণমূল। এমনটাই অভিযোগ রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার মধ্যরাতে পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ করেন বর্ষিয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। পিয়ারলেস হসপিটালের ২ নম্বর গেটের উল্টোদিকের রাস্তার মুখেই গেস্ট হাউস থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করার অভিযোগ করেন তিনি। গেস্ট হাউস ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ।