
ওঙ্কার বাংলা ডেস্ক: মরসুমের শীতলতম দিনের সাক্ষী থাকল মহানগর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে শহরের তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। মূলত দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে রবিবার রাত পর্যন্ত রাজ্যের সাত জেলায় শৈত্যপ্রবাহের অনুকূল পরিস্থিতি রয়েছে। যে সাত জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে সেগুলি হল যথাক্রমে – পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম।