
ওঙ্কার ডেস্ক: বেলা বাড়ার সঙ্গেই তেজ বাড়ছে রোদের। মার্চের শুরু থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ দিনে কমতে পারে তাপমাত্রা। এছাড়াও কয়েক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা নেই, আপাতত পরিস্কার আকাশ। জেলার দিকে সকালে এবং সন্ধ্যে হালকা মনোরম আবহাওয়া। বৃহস্পতি এবং শুক্রবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষে শনিবার ফের তাপমাত্রা বাড়বে বলেই জানয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। ৪ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না আগামী ৪-৫ দিনে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভোরে এবং রাতে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে কিছুটা গরম অনুভূতি। শনিবার ফের তাপমাত্রা বাড়বে। উইকেন্ডে কলকাতায় ৩৩-৩৪ এবং জেলায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের।