
ওঙ্কার ডেস্ক- এক ধাক্কায় ৫ পাঁচ ডিগ্রি নামলো তাপমাত্রা। তাপমাত্রার এই পারদ পতনের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পাওয়া গেল সেই শীতের আমেজ। তবে এই আমেজ থাকবে না সামনের সপ্তাহে, ফের চড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের ৬ ও উত্তরবঙ্গের ৪ জেলাতে সকালের দিকে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। বাকি জেলাতেও হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে বলে খবর হাওয়া অফিসের।
কুয়াশার দাপট থাকলেও বাংলায় আপাতত শুষ্ক আবহাওয়াই চলবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের চার জেলাতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।