
ওঙ্কার ডেস্ক: বৈশাখের শেষে একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। একাধিক জেলাতেই জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আবার কোথাও কোথাও রয়েছে বৃষ্টির পূর্বাসভাস। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী, ২দিনে রাজ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সোমবার তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে । এছাড়া সমগ্র দক্ষিণবঙ্গে জুড়েই থাকবে অস্বস্তিকর গরম।
সোমবারের পর মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। বুধবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। জেলার পাশাপাশি ভিজতে পারে শহর কলকাতাও।
উত্তরবঙ্গেও সোমবারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়া উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।