
ওঙ্কার নিউজ ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে চড়ছে পারদ। দুদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস চড়েছে পারদ। রবিবার কলকাতার তাপমাত্রা দাঁড়িয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে জেলার বিভিন্ন জায়গায় বেড়েছে ঘন কুয়াশার দাপট। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর কলকাতা। সঙ্গে কলকাতা বিমানবন্দরও। সকালে ১০০ মিটারে নেমে আসে কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা। সেই কারণেই সকাল থেকে খুব ধীর গতিতে অত্যাধুনিক প্রযুক্তির আলো ‘ক্যাট টু’ ব্যবহার করে চলছে বিমান ওঠানামা। বেলা যত বেড়েছে, ততোই বেড়েছে কুয়াশার দাপট।
কুয়াশার দাপটে বেশ কিছু বিমান দেরিতে চলছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। তবে শুধু কলকাতা বিমানবন্দরেই নয়, দেশের সর্বত্রই রয়েছে কুয়াশার দাপট। যার ফলে সকাল থেকেই বিমান পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও রেলপথেও।
সূত্রের খবর, এদিন গোয়ালিয়র বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে যায়। পটনা বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৫০ মিটার, এছাড়া বারাণসী বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটার। পালাম বিমানবন্দরে দৃশ্যমানতা ১০০ মিটার এবং আগরতলায় বিমানবন্দরের দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। তবে তিনদিন পর রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।