
ওঙ্কার ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। এরই সঙ্গে রাজ্যের ৯টি জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। শনিবার ইডেনে রয়েছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। বৃষ্টির কারণে কি ভেস্তে যাবে কেকেআর ভার্সেস আরসিবি-র ম্যাচ! সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কালবৈশাখের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে প্রতি ঘন্টায় বইতে পারে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। চলতি সপ্তাহে আবহাওয়ার তেমন কোন পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার কারণে দুশ্চিন্তায় পড়েছে মানুষ। বিশেষ করে শনিবারের ম্যাচ পন্ড হওয়ার আশঙ্কা করছেন আইপিএল কর্মকর্তারা। দুশ্চিন্তায় ক্রিকেট প্রেমীরাও। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাহরুখ খান। শনিবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করার কথা তাঁর। উপস্থিত থাকার কথা বলিউডের অন্যান্য তারকারাও। এতবড় আয়োজনে এমনিতে কয়েকদিন ধরে আইপিএল জ্বরে আক্রান্ত কলকাতা। কিন্তু আকাশের মুখ ভার, ভারাক্রান্ত কলকাতাও।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন শুক্রবার থেকেই ভিজতে পারে উত্তরবঙ্গ। শুক্র ও শনিবার পাহাড়ের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার কারণে সপ্তাহান্তে তাপমাত্রা কমে যেতে পারে ৪-৫ ডিগ্রি সেলসিয়াসে এমন্টাই জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।