
নিজস্ব প্রতিনিধিঃ আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসন জেতার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। কিন্তু ! বঙ্গে সংগঠন দুর্বল, তা ভালো করেই জানেন মোদি শাহ নাড্ডা ব্রিগেড। তার ওপর গোষ্ঠীদ্বন্দে বিভক্ত বঙ্গ বিজেপি। সেখানে কি করে ৩৫ আসনে পদ্ম ফুটবে? বিজেপি সূত্রে খবর, সেই ‘অসম্ভব’কে সম্ভব করার দায়িত্ব পেতে চলেছেন শাহর বিশ্বস্ততম সেনাপতি হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে যে বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে, সেই জল্পনা শুরু হয়েছিল কয়েকদিন আগেই। সূত্রের খবর, সেই জল্পনা এবার বাস্তব রূপ পেতে চলেছে।
এ প্রসঙ্গে, বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি দিলীপ ঘোষ ওঙ্কারকে জানান, “ উনি অনুভবী মানুষ, নিজের রাজ্য অসম তথা উত্তর পূর্ব ভারতে বিজেপির সংগঠকে শক্তিশালী করেছেন, তিনি বাংলায় এলে ভালই হবে”। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আরও বলেন, বিধানসভা ভোটের আগে বেশ কয়েক বার রাজ্যে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।