
নিজেস্ব প্রতিনিধি, তমলুকঃ মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেলেন ৬ পর্যটক। মৃত ২ জন। এক পর্যটক এখনও নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি চলছে সমুদ্রে।
জানা গিয়েছে, সোমবার বর্ধমান থেকে ৬ জনের একটি দল মন্দারমণি গিয়েছিল। মঙ্গলবার সমুদ্রে স্নান করতে নামে তারা। তখনই ঘটে যায় বিপত্তি। সমু্দ্রে তলিয়ে যান ৬ জনই। নজরে পড়ামাত্রই শুরু হয় উদ্ধারকাজ।
ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় ৫ জনকে। তড়িঘড়ি তাঁদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রের খবর, এখনও এক পর্যটকের হদিশ মেলেনি। তাঁর খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে ডুবুরি। ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে মন্দারমণি থেকে দীঘায়।