
অনুপ রায়,হাওড়াঃ বৃহস্পতিবার রাতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় ২২ বছরের এক ছাত্রীর। নাম পৌরবী দাস। হাওড়ার মালিপাচঘড়া থানা এলাকার ভৈরব ঘটক লেনের ঘটনা।
জানা গিয়েছে, পৌরবী একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে একটি তার ঝুলছিল। পৌরবীর হাতে ছাতা ছিল। তারই স্টিলের রডে তড়িদাহত হন তিনি। এরপরই লুটিয়ে পড়েন জলে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, বাড়ির সামনে নির্মীয়মাণ বাড়ির বিদ্যুতের তার থেকেই দুর্ঘটনা ঘটেছে।
রাজ্য জুড়ে পুরসভা গুলির বেহাল দশা। জল নিকাশি ব্যবস্থা বলতে কিছুই নেই। বর্ষা মানেই জমা জল। সঙ্গে বিদ্যুৎ দফতরের উদাসীনতা। এবার বাড়ির সামনে জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় ২২ বছরের এক ছাত্রীর। বাংলার প্রশাসনিক দফতর নবান্ন থেকে মাত্র কয়েক কিলমিটার দূরের ঘটনা। প্রশ্ন উঠেছে রাজ্যের পুর পরিসেবা নিয়ে।