
উজ্জ্বাল হোড়, ওঙ্কারঃ জলপাইগুড়িতে পুলিশের ওপর গুলি চলার ঘটানার পর ২৪ ঘন্টা কেটে গেছে। এখনও অধরা দুষ্কৃতী দল। শুক্রবার সকালেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি জলপাইগুড়ি। থমথমে পরিবেশ, দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে।
পুলিশের ওপর গুলি চলানর ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেছে। কিন্তু আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি জলপাইগুড়ি। দিনবাজারে চলছে অঘোষিত বন্ধ। শুক্রবারও খোলেনি রামানন্দ দাগা সরণির একাধিক দোকান পাট। রাস্তা ঘাট প্রায় শুনশান। ব্যাবসায়ী সুরেশ মালাকার বলেন, আমাদের প্রতিটি মুহুর্ত কাটছে আতঙ্কে। প্রশাসন কে আরও সতর্ক হতে হবে। পুলিশি টহল বাড়ানোর দাবী করেন সুরেশ।
দিনবাজারে রামানন্দ দাগা সরণিতে গালামালের দোকান চলান ওম গুপ্তা। ব্যাবসায়ী ওম শুক্রবার দোকান খুললেও চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তাঁর দাবি পুলিশি নিরাপত্তা।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে, জলপাইগুড়ির দিন বাজার এলাকার রামানন্দ দাগা সরণিতে নাকা চেকিং করছিলেন জলপাইগুড়ি কোতয়ালি পুলিশ কর্মীরা। একটি গাড়িকে দেখে সন্দেহ হয় তাঁদের। আটক করতে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতরে চার থেকে পাচ জন ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করতে যেতেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে তারা। দ্রুত গাড়ি টিকে ধাওয়া করেন পুলিশ কর্মীরা। অভিযোগ, সেই সময় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালে ওই গাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর, অন্তত তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী দল। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।