
অরূপ পোদ্দার, নিউ জলপাইগুড়ি : রাঙ্গাপানি এলাকার ট্রেন দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে, সাংবাদিক বৈঠকে এমনটাই জানান ডিআরএম সুরেন্দ্র কুমার।এখনো পর্যন্ত মোট ১৬ জনের বয়ান রেকর্ড করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এদিন DRM বলেন যতক্ষণ না পর্যন্ত ঘটনার রিপোর্ট আসছে যাদেরকে জিজ্ঞাস করা হচ্ছে সকলেই দোষী। কারোর একার ওপর দোষ চাপানো যাবে না।
ডিআরএম সুরেন্দ্র কুমার আরো বলেন আলিপুরদুয়ারে যেই ট্রেনিং স্কুল থেকে অটোমেটিক সিগন্যালিং নিয়ে ট্রেনিং দেওয়া হত সেই স্কুলের ট্রেনারদের কেউ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। ফলে রিপোর্ট তৈরি করতে আরো কিছু সময় লাগবে বলে তিনি জানান। প্রসঙ্গত, গত সোমবার নিউ জলপাইগুড়ি কাছে, রাঙ্গাপানি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কবলে পরে। শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে একটি মাল গাড়ি। ঘটনায় মৃত্যু হয় ১১ জনের। এখনও বেশ কয়েক জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তে শুরু করেছে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।