
জয়া মির্জাঃ মুর্শিদাবাদের শমসেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ। ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা যুবতী। অভিযোগ তিন অপরিচিত যুবকের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা যুবতী। ইতি মধ্যে একজনকে গ্রেফতার করেছে শমসেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বছর ত্রিরিশের নির্যাতিতা যুবতী, জঙ্গীপুর এলাকায় এক বাড়িতে শিশুদের দেখাশুনোর কাজ করেন। কাজের জায়গা থেকে বাড়ি ফেরার অঘটন ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, প্রতিদিন বাড়ি থেকে সকালে গিয়ে সন্ধেয় বাড়ি ফিরে আসেন যুবতী। শনিবার সন্ধ্যায় নদী পারে আসেন খেয়া ধারার জন্য। ঘাট তখন ফাকাই ছিল। সেই সময় একটি বাইকে তিন জন যুবক আসে। যুবতীর থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। যুবতী বাধা দিতেই, তিন জনে মিলে কেউ পা, কেউ হাত, কেউ মুখ চেপে ধরে। জোর করে তারা নিয়ে যায় পাশের জঙ্গলে। তিনজন মিলে পর পর ধর্ষণ করে। পরে ফেলে রেখে চলে যায়। সঙ্গে নিয়ে যায় ব্যাগ। নির্যাতিতার পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, ব্যাগের মধ্যে ছিল বেতনের নগদ টাকা, মোবাইল ফোন। নির্যাতিতা যুবতী লিখিত অভিযোগের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকি দুজনের খোঁজ চলছে।