
নিজেস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমানঃ মেয়ে বিবাহ যগ্য। বিয়ের দশদিন বাকি। মেয়ের বিয়ের যাবতীয় আয়োজন সেরে ফেলেছিলেন মা বাবা। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকার জন্য আবেদন জমা দিতে গিয়েছিল কন্যা। কিন্তু আর বাড়ি ফেরেনি। জানা গিয়েছে রূপশ্রী আবেদনপত্র জমা দেওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছে পাত্রী! পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত পাত্রীর কোনও খোঁজ মেলেনি। ঘটনাটি ঘিরে হুলুস্থুলু কাণ্ড পূর্ব বর্ধমানের ভাতারে।
জানা গিয়েছে, রূপশ্রী প্রকল্পের টাকার জন্য মামার সঙ্গে বিডিও অফিস গিয়েছিল পাত্রী। সেখান টয়লেট যাওয়ার নাম করে মামাকে বসিয়ে রেখে সেখান থেকে চলে যান তিনি। এরপর থেকে তাঁর আর কোনও হদিস নেই। পরে জানা যায় প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছে পাত্রী!