
নিজেদের অধিকার ফিরে পেতে নকশালবাড়ির আদিবাসীরা সশস্ত্র আন্দোলনে নেমেছিলেন। এবার জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়িতে নকশালবাড়ি ঘটনার পুনরাবিত্তি। গত এক সপ্তাহে আদিবাসীরা এলাকায় প্রায় ১৫০ বিঘা চা বাগান সহ জমির দখল নিয়েছেন। দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৩০০ আদিবাসী পরিবারের বসবাস। অভিযোগ, এঁদের মধ্যে ১০০ পরিবারের প্রায় ৪০০ বিঘা জমি দখল করে চা বাগান তৈরি করা হয়েছিল। এবার দলবদ্ধভাবে একের পর এক জমি দখল করছে আদিবাসীরা। চিলডাঙ্গা, দইখাতা, সাঁওতালপাড়া সহ বিভিন্ন গ্রামের প্রায় ১৫০ বিঘা জমি তাঁর দখল করেছে। কাজলদিঘি, নাউতারি, বড় শশীর মতো অ্যাডভার্স পজিশন ও জিরো খতিয়ানভুক্ত জমিতে থাকা চা বাগানও উড়ছে আদিবাসীদের লআল নিশান। যদিও ‘দখল’ তকমা দিতে আদিবাসীরা নারাজ। বিষয়টিকে তাঁরা ‘নিজেদের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা বলেই জানিয়েছেন।