
প্রদীপ মাইতি, ওঙ্কার বাংলা: স্যালাইন-কাণ্ডে প্রসূতি এবং সদ্যোজাতের মৃত্যু নিয়ে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ। প্রশাসনের তরফে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, স্যালাইন-কাণ্ডে ১৩ জন চিকিৎসককে ইতিমধ্যে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে ৬জন সিনিয়র এবং ৭জন জুনিয়র চিকিৎসক। চিকিৎসকদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন প্রসূতি বিভাগের জুনিয়র চিকিৎসকরা।
এই আবহে সাসপেন্ড হওয়া সাত জুনিয়র চিকিৎসকের পাশে দাঁড়িয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। জুনিয়র চিকিৎসদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে এডিজি (সিআইডি) ও স্বাস্থ্যভবনকে চিঠি পাঠাবেন তিনি। সিএমওএইচ-এর তরফে এমনই জানানো হয়েছে।
সাসপেন্ড হওয়া চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন আইএমএ রাজ্য শাখার অন্তর্গত আইএমএ অ্যাকশন কমিটি। সাসপেনশনের আগে অভিযুক্ত চিকিৎসকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে অ্যাকশন কমিটির তরফে। অন্যদিকে, চিকিৎসকদের আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন রোগী এবং রোগীর পরিজনরা।
ভিডিও দেখুন-