
ওঙ্কার ডেস্ক: ওড়িশা থেকে পালিয়ে পুরুলিয়ার জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনাত। গরু-মহিষের টোপ দিয়েও তাকে ধরা যায়নি। অবশেষে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয় জিনাতকে। জিনাতের আতঙ্ক শেষ হতে না হতেই এবার নতুন করে বাঘের আতঙ্ক জঙ্গলমহলে। বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি।
বন দফতর সূত্রের খবর, পুরুলিয়ার জঙ্গলে যে বাঘটিকে ক্যামেরায় দেখা গিয়েছে সেটি একটি পুরুষ বাঘ। সে জিনাতের সঙ্গী হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ যে পথ দিয়ে জিনাত বাংলায় এসেছিল, সেই একই পথ ধরে বাঘটি এসেছে। সম্ভবত বাঘিনী জিনাতের খোঁজে জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে সে।
বন দফতরের আধিকারিকদের মতে, জিনাতের প্রস্রাবের সঙ্গে নির্গত হরমোন ফেরোমনের সঙ্কেতে এখনও বাঘটি রাইকা পাহাড়ের জঙ্গলেই রয়েছে। কারণ সে মনে করছে, এখনও জঙ্গলে আছে জিনাত।
ইতিমধ্যে বাঘের পায়ের ছাপ দেখে রুট ম্যাপ তৈরি করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছে বন দফতর। প্রায় ৩০০ জন বনকর্মীকে নিয়ে ১৪টি দল তৈরি করা হয়েছে।
সূত্রের খবর, সেই দলগুলি মোতায়েন করা হয়েছে বান্দোয়ানের রাইকা, কেশরা, ভাড়ারি, যমুনাগড়া নেকড়ে-সহ বিভিন্ন এলাকার জঙ্গলে। বাঘ ধরতে ছাগল এবং শুয়োরের টোপও ফেলা হয়েছে। আর মাইকিং করে এলাকার গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে।