
ভিষ্মদেব রায়, মুর্শিদাবাদঃ মহরমের আগের দিনেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। মহরমের প্রস্তুতি নিতে তরোয়াল খেলার সময় তরোয়াল ছুটে গিয়ে বুকে বিধলো এক নাবালকের। ঘটনায় মৃত্যু হলো বছর ১৩এর অসিকূল শেখের। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই গ্রামের অধিকারীপারা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই নাবালকের বাড়ি সামসেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে। ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মহরমের জন্য তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল। একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি হওয়া সেই খেলা দেখছিল অনেকেই। আর পাচজনের মতো অধিকারীপারায় মহরমের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন নাবালক অসিকূল শেখ। সে সময় হাত থেকে তরোয়াল ছুটে যায় স্থানীয় যুবকের।
তাতেই বিদ্ধ হয় অসিকূল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে যায়। চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি এবং সামসেরগঞ্জ থানার পুলিশ। মহরমের আগের দিনেই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।